তৃতীয়বারের মত ফের সাংসদ নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। এবারের আগাম নির্বাচনে ৪২ হাজার ৯শ ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
পূর্ব লন্ডনের বেথাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে তৃতীয় মেয়াদে বিজয়ী হলেন তিনি। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লট চিরিকোর চেয়ে ৩৫ হাজার ৫শ ৯৩ ভোট বেশি পেয়েছেন এ বাঙালি কন্যা।
অন্যদিকে তার নীকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা চার্লট চিরিকো পেয়েছেন ৭ হাজার ৫শ ৭৬ ভোট।
২০১০ সালের নির্বাচনে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হন। ওইবার তিনি প্রায় ১২ হাজার ভোটে জয়ী হন। এরপর ২০১৫ সালের নির্বাচনে ব্যবধান বাড়ে দ্বিগুণ। ২৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে তাক লাগানো জয় পেয়ে দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হন।
পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনটি লেবার দলের নিরাপদ আসন। অক্সফোর্ড-পড়ুয়া রুশনারার জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলায়। ৭ বছর বয়সে তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সে থেকেই আছেন সেখানে।
এদিকে বৃটেনের আগাম নির্বাচনে ফের ৩ বাংলাদেশি বিজীয় হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এইচটি/এমকে